যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রিন্ট
রবিবার, ০২ নভেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট : ৮:০২ পূর্বাহ্ণ
স্ট্যান্ডার্ড টাইম টেবল।
২ নভেম্বর রোববার ভোর রাত ২টার সময় যুক্তরাষ্ট্রে ঘড়ির কাটা এক ঘন্টা পিছিয়ে ১টা করা হয়েছে অর্থাৎ শুরু হয়েছে স্ট্যান্ডার্ড টাইম টেবল। এই বিধি অব্যাহত থাকবে ৮ মার্চ রোববার ভোর রাত ২টা পর্যন্ত অর্থাৎ পুনরায় শুরু হবে ‘ডে লাইট স্যাভিঙ্গস টাইম’। সূর্যের আলোকে কাজে লাগানোর অভিপ্রায়ে যুক্তরাষ্ট্রের সিংহভাগ এলাকায় এই বিধি কার্যকর হচ্ছে বহুদিন যাবত। তবে স্মার্টফোন কিংবা আইফোন অথবা কম্প্যুটারের সময় আপনা-আপনি বদলে যায়।
স্ট্যান্ডার্ড টাইম টেবল শুরু হওয়ায় এখোন নিউইয়র্কে যখোন বেলা ১২টা বাজবে, ঢাকায় তখোন হবে রাত ১১টা।
Posted ৮:০২ পূর্বাহ্ণ | রবিবার, ০২ নভেম্বর ২০২৫
nyvoice24 | New York Voice 24