মেয়েরা বিশ্বচ্যাম্পিয়ন হওয়ায় আবেগাপ্লুত কোহলি-টেন্ডুলকাররা

অনলাইন ডেস্ক   প্রিন্ট
সোমবার, ০৩ নভেম্বর ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:০২ পূর্বাহ্ণ

মেয়েরা বিশ্বচ্যাম্পিয়ন হওয়ায় আবেগাপ্লুত কোহলি-টেন্ডুলকাররা

ওয়ানডেতে দুটি বিশ্বকাপ জিতেছে ভারত। প্রথমটি ১৯৮৩ সালে ও সবশেষ ২০১১ সালে শিরোপা ঘরে তুলেছিল রোহিত-কোহলিরা। তবে শিরোপা খরা কাটানোর অপেক্ষায় ছিল ভারতীয় মেয়েরা। অবশেষে সেই অপেক্ষার অবসান হয়েছে, ঘরের মাঠে বিশ্বকাপের ফাইনালে প্রোটিয়াদের ৫২ রানে হারিয়েছে হারমানপ্রীত কৌরের দল।

এই জয়ে বিশ্বকাপ ট্রফি ঘরে তুলে আনন্দে আত্মহারা ভারতের মেয়েরা। তাদের এই সাফল্য ছুঁয়ে গেছে দেশটির বর্তমান ও সাবেক ক্রিকেটারদের। নারী ক্রিকেটারদের প্রশংসায় ভাসিয়েছেন তারা।

ভারত নারী দলের উদযাপনের একটি ছবি এক্সে পোস্ট করেছেন দেশটির কিংবদন্তি শচীন টেন্ডুলকার। তিনি লিখেছেন, ১৯৮৩ সালের বিশ্বকাপ জয় পুরো প্রজন্মকে বড় স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্নগুলো তাড়া করতে অনুপ্রাণিত করেছিল। আমাদের নারী ক্রিকেট দল সত্যিই বিশেষ কিছু করেছে।

তিনি আরও বলেন, তারা সারা দেশের অসংখ্য তরুণীকে ব্যাট–বল তুলে মাঠে নামতে অনুপ্রাণিত করেছে। সেই সঙ্গে বিশ্বাস করাতে পেরেছে যে তারাও একদিন বিশ্বকাপ জিততে পারে। ভারতীয় নারী ক্রিকেটের যাত্রায় এটি একটি সংজ্ঞায়িত মুহূর্ত। মেয়েরা পুরো জাতিকে গর্বিত করেছে।’

ভারতীয় পুরষ ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীর লিখেছেন, তোমরা শুধু ইতিহাসই তৈরি করোনি, এমন একটি উত্তরাধিকার তৈরি করেছো যা প্রজন্মের পর প্রজন্ম ধরে মেয়েদের অনুপ্রাণিত করবে।

এদিকে ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি অনুভূতি প্রকাশ করতে গিয়ে লিখেছেন, মেয়েরা ইতিহাস তৈরি করেছে। একজন ভারতীয় হিসেবে এত বছরের কঠোর পরিশ্রম অবশেষে বাস্তবে রূপ নিতে দেখে আমি এর চেয়ে বেশি গর্বিত হতে পারি না। এই ঐতিহাসিক কৃতিত্ব অর্জনের জন্য তাঁরা প্রশংসার দাবিদার। হারমান এবং পুরো দলের জন্য অভিনন্দন রইল।

তিনি আরও বলেন, পর্দার আড়ালে কাজ করার জন্য পুরো দল এবং ব্যবস্থাপনাকে অভিনন্দন। ভারতকে অনেক শুভেচ্ছা। এই মুহূর্তটি পুরোপুরি উপভোগ করো সবাই। এটি আমাদের দেশে এই খেলাটি গ্রহণের জন্য প্রজন্মের মেয়েদের অনুপ্রাণিত করবে।

Facebook Comments Box

Posted ৯:০২ পূর্বাহ্ণ | সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us