সমাজসেবায় সম্মাননা পেল ‘আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন’

ঢাকা প্রতিনিধি   প্রিন্ট
সোমবার, ৩০ জুন ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:২৬ পূর্বাহ্ণ

সমাজসেবায় সম্মাননা পেল ‘আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন’

‘এজেএফপি এওয়ার্ড’ নিচ্ছেন কাদের ফাউন্ডেশনের সেক্রেটারি মোহাম্মদ জামশেদ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

সামাজিক কর্মকান্ডে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা পেল চট্টগ্রামের সন্দ্বীপের স্বেচ্ছাসেবী সংগঠন ‘আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন’। ২৯ জুন রোববার রাজধানী ঢাকার কেআইবি মিলনায়তনে এজেএফপি আয়োজিত অনুষ্ঠানে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জামশেদ-এর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল এটিএন বাংলা টিভি।

সম্মাননা গ্রহণ করে মোহাম্মদ জামশেদ বলেন, “এ স্বীকৃতি আমাদের সমাজসেবার উৎসাহ আরও বাড়াবে।”
সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আমেরিকা প্রবাসী আলহাজ্ব আব্দুল কাদের মিয়া বলেন, “আমি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এসব সামাজিক কাজ করে যাচ্ছি। সবাই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আয়োজক ও এটিএন বাংলাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাকে সম্মানিত করার জন্য।”

উল্লেখ্য, দুই যুগ ধরে সংগঠনটি সন্দ্বীপে শিক্ষা, চিকিৎসা, গৃহনির্মাণ, বিবাহ, ধর্মীয় ও সামাজিক সহায়তা, ত্রাণ বিতরণসহ নানা খাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Facebook Comments Box

Posted ৯:২৬ পূর্বাহ্ণ | সোমবার, ৩০ জুন ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us