
অজিৎ ভৌমিক/আনিসুর রহমান
প্রিন্ট
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট : ১০:০৬ পূর্বাহ্ণ
নিউইয়র্ক : দুর্গাপূজা । ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
নিউইয়র্কে বহুজাতিক সমাজে বাঙালি হিন্দুরা উৎসবের আমেজে শারদীয় দুর্গাপূজা উদযাপন করছেন। রোববার শুরু দুর্গাপূজা উপলক্ষে এবার সিটির বিভিন্ন স্থানে ৩৬টি পূজামন্ডপ হয়েছে। প্রতিটিতেই হাজার হাজার ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটছে। সনাতনী ধর্মাবলম্বীদের সাথে উদারচিত্তের মুসলমানেরাও উৎসবে সামিল হয়েছেন। এভাবেই সম্প্রীতির বন্ধনে বাঙালিদের পূজা উদযাপনের দৃশ্যবলীতে অভিভ’ত হচ্ছেন আমেরিকানরাও। দুর্গোৎসবের শুরু থেকেই ধূপ ধুনো , ঢোল -করতাল আর উলুধ্বনিতে মুখরিত সকল মন্দির প্রাংগন।
নিউইয়র্ক : দুর্গাপূজায় অতিথিগণকে মায়ের আশির্বাদ বিতরণ করেন পূজারিরা । ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
আবাল বৃদ্ধবনিতার বাহারি সাজ ও নয়নাভিরাম পোশাক-আশাকে দুর্গোৎসব প্রাঙ্গন হয়ে ওঠেছে শারদোৎসবের রঙে রংগীন। প্রবাসী হিন্দুদের সব পথ এসে যেন মিশে গেছে মন্দির প্রাংগণে। তারা সারাক্ষণ মেতে আছেন আনন্দযজ্ঞে।
নিউইয়র্ক : শ্রীকৃষ্ণ ভক্তসংঘের পূজা-উৎসবে সমবেত পূজারিরা । ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
নিউইয়র্ক সিটির ফ্লোরাল পার্কে ‘বাংলাদেশ বেদান্ত সোসাইটি’র শারদীয় দুর্গোৎসবে অতিথি ছিলেন নিউইয়র্ক স্টেটের সাবেক গভর্ণর এবং সিটি মেয়র প্রার্থী এ্যান্ড্রু ক্যুমো। ক্যুমো সকলকে অভিনন্দন জানিয়েছেন দুর্গাপূজায় অংশগ্রহণের জন্যে। ক্যুমো বলেন, নিউইয়র্ক তথা আমেরিকা হচ্ছে সকল ধর্ম-বর্ণ আর গোত্রের মানুষের অবাধ কর্মকান্ডের অনন্য এক স্থান। এ সময় বেদান্ত সোসাইটির সাধারণ সম্পাদক রীনা সাহা পূজা-অর্চনায় অংশগ্রহণকারি সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন।
পুজা-উৎসবে বাংলাদেশ সেবাসংঘের কর্মকর্তারা। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
হিলসাইডে তাজমহল পার্টি হলে ‘বাংলাদেশ সেবাসংঘ’র দুর্গোৎসবে বিশেষ সম্মানীত অতিথি ছিলেন বাংলাদেশের প্রথিতযশা চিত্রনায়ক বাপ্পী। উৎসব চলাকালে নিজের অনুভূতি ব্যক্তকালে এ সংবাদদাতাকে বাপ্পী বলেন, খুবই ভালো লাগছে। আমাদের এত সুন্দর একটি কম্যুনিটি নিউইয়র্কে আছে তা কখনো জানতাম না। এটাই আমার প্রথম নিউইয়র্ক সফর। এই পূজা উৎসবে এসে মনেই হচ্ছে না যে আমি বিদেশে আছি। হৃদয়টা আপ্লুত হচ্ছে সুদূর এ প্রবাসেও বাঙালিরা নিজের সংস্কৃতির ফল্গুধারা নতুন প্রজন্মে প্রবাহিত রাখার অদম্য প্রয়াস দেখে। এজন্যে আমি আয়োজক ‘বাংলাদেশ সেবাসংঘ’কে ধন্যবাদ জানাচ্ছি। সেবাসংঘের সভাপতি সুব্রত কুমার চন্দ, সহ-সভাপতি আশুতোষ দত্তসহ নির্বাহী কমিটির সদস্য দেবব্রত দাস, অপু রাজবংশী, পরিজাত দাস, অনয় সাহা, সুমন ঘোষ, জয়দেব পাল, রতন মজুমদার, সুনীল রায়, স্মিতা দত্ত, সুচিত্রা দাস, রত্না সাহা, মৌমিতা দাস, সুপ্রিয়া পাল, সীমা রাজবংশী, সঞ্জিত দাস, পলাশ পাল, পার্থ রায়ের আতিথেয়তায় আগত সকলে অভিভ’ত। পার্টি হলে পূজা অর্চনার পাশাপাশি শিশু-কিশোর-তরুণ-তরুণীদের ধর্মীয় নাচ-গানে ঝলসে উঠেন বিভিন্ন বয়েসী প্রবাসীরা।
নিউইয়র্ক : শ্রীকৃষ্ণ ভক্তসংঘের পূজা-উৎসবে সমবেতদের গানে গানে ভাসিয়ে নেন জনপ্রিয় কন্ঠশিল্পী কৃষ্ণাতিথি । ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে কুইন্সের হিলসাইড এভিনিউতে ‘শ্রীকৃষ্ণ ভক্তসংঘ’র উদ্যোগে। এই সংগঠনের সভাপতি ডা. প্রভাত দাস সকলকে স্বাগত জানিয়ে বলেন, আমরা সুদূর এই প্রবাসে ধর্মীয় সম্প্রীতির বন্ধনে পূজা উদযাপন করতে পেরে যারপর নাই আনন্দিত। তবে প্রিয় জন্মভ’মিতে এমন সুন্দর পরিবেশ পূজা উদযাপনের পরিবেশ নেই বলে মনটা ততটা ভালো নেই।
পুজা-উৎসবে নতুন প্রজন্মের দুই নৃত্যশিল্পী। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
প্রভাত দাস উল্লেখ করেন, বিএনপি এবং জামাতে ইসলামের নেতারা বলছেন যে, তারা পূজামন্ডপ পাহাড়া দিচ্ছেন। অর্থাৎ নির্বিঘ্নে পূজা উদযাপনের পরিবেশ নেনই বাংলাদেশে। এটা আমাদের কাম্য নয়। আশা করছি ক্ষমতাসীন সরকার এ ব্যাপারে আন্তরিকতা দেখাবেন। এখানে মানবতার কল্যাণে দুর্গাদেবীর করুনা প্রার্থনা করে পূজা-অর্চনার পাশাপাশি সঙ্গীত পরিবেশন করেন দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পী কৃষ্ণাতিথি, ড. সবিতা দাস সহ উদিয়মান শিল্পীরা।
নিউইয়র্ক : শ্রীকৃষ্ণ ভক্তসংঘের পূজা-উৎসবে কর্মকর্তারা । ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
কুইন্স ভিলেজে সনাতন সেবাশ্রম ফাউন্ডেশনের পূজা উৎসবে আমেরিকায় জন্মগ্রহণকারি সন্তানদের নিয়ে মা-বাবারা জড়ো হয়েছেন।
জ্যাকসন হাইটস, উডসাইড, ব্রুকলীন, ব্রঙ্কসের সর্বত্র দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। পূজা-অর্চনা এবং নাচ-গান আর ধর্মগ্রন্থ থেকে পাঠের নানা পর্বে মেতে রয়েছেন ধর্মপ্রাণ মানুষেরা। বাংলাদেশ এবং কলকাতার প্রথিতযশা শিল্পীরা অংশ নিচ্ছেন প্রতিটি উৎসবে।
নিউইয়র্ক : পূজা-উৎসবে বিশিষ্টজনেরা । ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
নিউজার্সির আটলান্টিক সিটিতে শ্রী শ্রী গীতা সংঘের দুর্গোৎসবের সভাপতি প্রসেনজিৎ দত্ত ও সাধারণ সম্পাদক স্বরূপ দাশ সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন। সেখানেও শতশত প্রবাসীর সমাগম ঘটছে বলে জানা গেছে।
Posted ১০:০৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
nyvoice24 | New York Voice 24