
অনলাইন ডেস্ক
প্রিন্ট
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫
সর্বশেষ আপডেট : ১২:১৪ অপরাহ্ণ
মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুম সিদরা এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৮ জন বাংলাদেশি প্রবাসীর প্রাণহানি ঘটেছে।
বুধবার (৮ অক্টোবর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। সর্বশেষ খবর অনুযায়ী, এই দুর্ঘটনায় মোট ১০ জন মারা গেছেন। প্রাণ হারানো বাংলাদেশিদের মধ্যে ৭ জনই চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
ইউএনওর নিশ্চিতকরণ
সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হতাহতরা সবাই পেশায় মৎস্যজীবী ছিলেন এবং তারা সাগরে মাছ ধরে প্রাইভেটকারে করে বাসায় ফিরছিলেন।
ইউএনও আরও জানান, “যতটুকু জানতে পেরেছি, গাড়িতে ১১ জন ছিলেন। তার মধ্যে ঘটনাস্থলেই ১০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে আবার ৭ জনের বাড়ি সন্দ্বীপে।”
প্রাণ হারানোদের পরিচয়
প্রাণ হারানো বাংলাদেশিদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে। তারা হলেন— আমিন সওদাগর, আরজু, রকি, বাবলু, শাহাবউদ্দিন, জুয়েল, রনি এবং রাউজানের আলাউদ্দিন।
প্রত্যক্ষদর্শীর বিবরণ
প্রত্যক্ষদর্শী ও সন্দ্বীপের বাসিন্দা সজীব চৌধুরী এই দুর্ঘটনার ভয়াবহতা তুলে ধরেন। তিনি বলেন, নিহতরা প্রতিদিনের মতো সাগর থেকে মাছ ধরে বাসায় ফিরছিলেন। কিন্তু বাসা থেকে প্রায় ১ ঘণ্টার দূরত্বে বিপরীত দিক থেকে আসা একটি মাছের গাড়ির সঙ্গে তাদের প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়।
সজীব চৌধুরী আরও জানান, সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে, ঘটনাস্থলেই তাদের প্রাণ যায় এবং “অনেকের শরীর ছিন্নভিন্ন হয়ে গেছে।” নিহতদের মরদেহ বর্তমানে দুকুম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইউ
Posted ১২:১৪ অপরাহ্ণ | বুধবার, ০৮ অক্টোবর ২০২৫
nyvoice24 | New York Voice 24