মানিকগঞ্জ কল্যাণ সমিতির কবরের সনদ বিতরণ

আনিসুর রহমান   প্রিন্ট
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৫৪ পূর্বাহ্ণ

মানিকগঞ্জ কল্যাণ সমিতির কবরের সনদ বিতরণ

মাণিকগঞ্জ কল্যাণ সমিতির অনুষ্ঠানে বক্তব্য রাখেন এটর্নী মঈন চৌধুরী। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

মানিকগঞ্জ কল্যাণ সমিতি, ইউএস ইনক’র উদ্যোগ্ ২০ ডিসেম্বর শনিবার জ্যামাইকাস্থ ইকরা পাটি হলে ‘ইসলামিক আলোচনা ও ১৮৫ টি কবর’র সনদ বিতরণী সমাবেশ হয়। এ সময় কল্যাণ সমিতির সদস্যদের নিকট সনদসমূহ হস্তান্তর করা হয়। এ উপলক্ষে গঠিত কমিটির আহ্বায়াক  মোহাম্মদ হাফিজুর রহমান পিন্টু, যুগ্ম আহ্বায়ক মনজুর হাসান মিনু, সদস্য সচিব সাজ্জাদ হোসেন বিশ্বাস সেলিম, যুগ্ম সদস্য সচিব মো লাভলু মিয়া, সমন্বয়ক গাজী আলতাফ হোসেন, যুগ্ম সম্বয়ক রাশেদ মিয়ার সার্বিক তত্বাবধানে এ আলোচনায় সভাপতিত্ব করেন লুৎফর রহমান যুবায়ের এবং সঞ্চালনা করেন সজীব চৌধুরী।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইমিগ্রেশন ও দুর্ঘটনা ইস্যুতে ক্ষতির্পূরণ আদায়ে বিশেষ পারদর্শী ল’ ফার্মের সদস্য এটর্নী মঈন চৌধুরী। আলোচনায় আরো অংশ নেন কল্যাণ সমিতির উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য সাংবাদিক আনিসুর রহমান।

Facebook Comments Box

Posted ৯:৫৪ পূর্বাহ্ণ | সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us