আবারো ডিস্ট্রিক্ট লিডার হবার দৌড়ে দীলিপ নাথ

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:২৩ পূর্বাহ্ণ

আবারো ডিস্ট্রিক্ট লিডার হবার দৌড়ে দীলিপ নাথ

ড. দিলীপ নাথের সমর্থনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন কংগ্রেসওম্যান গ্রেস মেং। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

মার্কিন রাজনীতি ও প্রশাসনে বাংলাদেশীদের ন্যায় সঙ্গত দাবি উপস্থাপনে নিরন্তরভাবে সচেষ্ট ড. দীলিপ নাথ আবারো কুইন্স কাউন্টি ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার হিসেবে প্রার্থীতা ঘোষণা করেছেন।

কথা বলছেন দিলীপ নাথ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

এ উপলক্ষে ২১ ডিসেম্বর দুপুরে জ্যামাইকায় নাভার প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ডা. শুক্লার বাসায় তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বড়দিন, ইংরেজী নতুন বছরকে বরণ, আসন্ন ঈদুল ফিতরের আমেজ-সহ হানুকা ঘিরেও কথাকতা হয়। কংগ্রেসওম্যান গ্রেস মেং এবং স্টেট এ্যাসেম্বলীম্যান ডেভিড ওয়েপ্রিন শুভেচ্ছা বক্তব্যকালে দীলিপ নাথের গত দুই বছরের কর্মকান্ডের উচ্ছ্বসিত প্রশংসা করেন এবং উভয়েই তার পুননির্বাচনের লড়াইয়ে সর্বাত্মক সমর্থন জানান। এ সময় এলাকার সাবেক সিটি কাউন্সিলওম্যান এলিজাবেথ ক্রাউলিও কম্যুনিটির এগিয়ে চলার ক্ষেত্রে দীলিপ নাথের অক্লান্ত প্রয়াসের প্রশংসা করেন।

ড. দিলীপ নাথের সমর্থনে অনুষ্ঠিত সমাবেশে সুধীর একাংশ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

উল্লেখ্য, ‘নিউ আমেরিকান ভোটার এ্যাসোসিয়েশন’ তথা নাভার অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে দীলিপ নাথ নানাভাবে সচেষ্ট রয়েছেন। মানবাধিকার সংগঠক হিসেবেও ইতিমধ্যেই খ্যাতি অর্জন করেছেন বাংলাদেশী আমেরিকান দিলীপ নাথ। এসব কারণে আবারো ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার হিসেবে বিজয়ের ক্ষেত্রে তাকে কোন সমস্যায় পড়তে হবে না বলে সকলের ধারণা। স্বাগত বক্তব্যে ডা. শুক্লা সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান মূলধারায় নিজেদের হিস্যার ক্ষেত্রে স্টেট ও সিটি প্রশাসনে দীলিপ নাথ সহ অনেকের বলিষ্ঠ ভ’মিকার। এ সময় অতিথিগণকে উত্তরীয় পড়িয়ে দেয়া হয় আয়োজনের আলোকে।

Facebook Comments Box

Posted ৯:২৩ পূর্বাহ্ণ | শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us