তাসনিম জারার মনোনয়ন বাতিল

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬   সর্বশেষ আপডেট : ৯:৪২ পূর্বাহ্ণ

তাসনিম জারার মনোনয়ন বাতিল

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ে নামা ডা. তাসনিম জারার মনোনয়নপত্র আজ শনিবার (৩ জানুয়ারি, ২০২৬) বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। মূলত ভোটারদের স্বাক্ষরের তথ্যে কিছুটা অসংগতি থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচনী বিধি অনুযায়ী, কোনো স্বতন্ত্র প্রার্থীকে ওই আসনের মোট ভোটারের অন্তত ১ শতাংশের সমর্থনসূচক স্বাক্ষর জমা দিতে হয়। তাসনিম জারা জানান, তিনি প্রয়োজনীয় সংখ্যার চেয়েও প্রায় ২০০টি স্বাক্ষর বেশি জমা দিয়েছিলেন। নির্বাচন কমিশন র‍্যান্ডম সিলেকশন পদ্ধতিতে ১০ জনের তথ্য যাচাই করতে গিয়ে ২ জনের তথ্যে গরমিল পায়। ওই ২ জন ব্যক্তি আসলে ঢাকা-৯ আসনের ভোটার ছিলেন না (তাদের একজন খিলগাঁওয়ের বাসিন্দা হলেও তিনি ঢাকা-১১ আসনের অন্তর্ভুক্ত ছিলেন)।

তাসনিম জারা বলেন, খিলগাঁও এলাকাটি ঢাকা-৯ ও ঢাকা-১১—উভয় আসনেই পড়েছে। ওই দুই ভোটার জানতেনই না যে তারা ঢাকা-৯ এর বাইরে। নির্বাচন কমিশনের সিস্টেমে ভোটারদের জন্য নিজের আসন জানার সহজ কোনো উপায় না থাকাকেই তিনি এর জন্য দায়ী করেন। তিনি জানিয়েছেন, ৫ জানুয়ারি (সোমবার) তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করবেন।

তাসনিম জারা স্পষ্ট করেছেন যে, তার এই লড়াই মূলত স্বচ্ছতা ও জবাবদিহিতার রাজনীতির লড়াই। প্রার্থিতা ফিরে পাওয়ার ব্যাপারে তিনি অত্যন্ত আশাবাদী।

Facebook Comments Box

Posted ৯:৪২ পূর্বাহ্ণ | শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us